Reported By:- Masud Rana
মুর্শিদাবাদের সাগরপাড়া থানার এলাকায় শনিবার দুপুরে ১২ বছরের কিশোর বিপ্লব হালদারের অকাল মৃত্যু ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, বিপ্লব অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, তবে তার শখ ছিল ইউটিউবে দেখে নিজে নিজে খেলনা গাড়ি বানানো। ইতিমধ্যে বহুবার সফলতার সাথে তিনি বিভিন্ন খেলনা তৈরি করেছেন।কিন্তু শনিবার এই নির্মাণের কাজ চলাকালীন বিপদ ঘটে। গাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার বাড়ির লোকেরা দ্রুত তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে এনে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।বিপ্লবের পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় পুলিশও হাসপাতালে উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিপ্লব ছিল শান্ত ও প্রতিভাবান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, বাড়ির শিশু-কিশোরদের অনলাইন কনটেন্ট দেখার অভ্যাসে নজরদারি কতটা জরুরি, বিশেষ করে বিদ্যুৎ বা প্রযুক্তি-ভিত্তিক কার্যকলাপে সাবধানতা ও প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান অপরিহার্য।