ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানালো মুর্শিদাবাদ কংগ্রেস। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে এবার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ জানালো কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে ২০১১ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার ছবি। বিশ্বকাপ হাতে ইউসুফ পাঠানের ছবির পাশাপাশি ব্যবহার করা হয়েছে শচীন টেন্ডুলকারের ছবিও।এই নিয়েই এবার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করল কংগ্রেস।