Reported By মোহাম্মদ জাকারিয়াঃ ইটাহারঃ আপনজনঃ
উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা লিপিকা ভূইমালি দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছেন। পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জমায়েতে বিধায়ক মোশারফ হুসেনসহ স্থানীয় নেতাদের উপস্থিতি ছিল এক উৎসবমুখর পরিবেশ।
বিধায়ক মোশারফ হুসেন বলেন, “রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও জনগণের স্বার্থে কাজ করার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে বিজেপি থেকে অনেকেই তৃণমূলে আসছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবো।” তিনি আরও উল্লেখ করেন যে, এই যোগদান রাজ্যে তৃণমূলের শক্তি বৃদ্ধি করবে এবং বিজেপির প্রতি মানুষের আস্থা হ্রাস পাচ্ছে।
এই সভায় ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল সহ আরো অনেক নেতা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে দলীয় ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিবর্তন আগামী নির্বাচনে তৃণমূলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বিজেপির স্বার্থের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।