Skip to content
‘ইণ্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন’ এবং ‘সন্ধ্যা প্রকাশন’ এর উদ্যোগে ‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’

‘ইণ্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন’ এবং ‘সন্ধ্যা প্রকাশন’ এর উদ্যোগে ‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’

১৬ এপ্রিল ২০২৫, কলকাতার প্রেস ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’ প্রদান করা হয়। এই বছর সেরার সেরা সম্মাননা পেয়েছেন renowned চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। তিনি বাঙালি চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা অর্জন করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, লেখক নলিনী বেরা, বাংলা রাজনীতি সম্পাদক ও সন্ধ্যা প্রকাশনী কর্ণধার শঙ্কর দত্ত, সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক ঋতব্রত ভট্টাচার্য সহ আরও অনেক গুণী ব্যক্তি।

‘ইণ্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন’ এবং ‘সন্ধ্যা প্রকাশন’ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো ১১ জন গুণী ব্যক্তি সম্মানিত হন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এই সম্মাননা শুধু বাঙালি সংস্কৃতির সমৃদ্ধির চিহ্ন নয়, বরং আগামী প্রজন্মের প্রতি উৎসাহ প্রদানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সংস্কৃতির প্রতি বাঙালির গভীর শ্রদ্ধা এবং ভালোবাসাকে ফুটিয়ে তোলে। উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলার সংস্কৃতির গুণাবলী ও তার উদ্ভবকে নিয়ে আলোচনা করেন এবং সকলকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং প্রচারে আহ্বান জানান।

Leave a Reply

error: Content is protected !!