যদিও এটাই অনুপমের জীবনে প্রথম পুরস্কার নয়, মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালক নিজেই ঘোষণা করেছেন "ইতিমধ্যে নানান পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রী হালদার।" তবে আন্তর্জাতিক স্তরের এই সম্মাননা যে অনুপম হালদারের মুকুটে একটা আলাদা আভিজাত্য এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
বলে রাখা ভালো, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি কর্মজীবনে অনুপম হালদার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত।