Skip to content
‘ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’

‘ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’

Reported By Mahatab Chowdhury

'ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪' হয়ে গেল যাদবপুরের সূর্য সেন ভবনে। 'ইন্ডিয়ান ফটো এ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হলো শিউলি রামানি গোমস্ পরিচালিত দুটো মিউজিক অ্যালবাম ও একটা ছোট চলচ্চিত্র। 'মেরি জান' মিউজিক অ্যালবাম দর্শকদের বিচারে বিশেষ পুরস্কার পেয়েছে। এই অ্যালবামে বিজয় প্রকাশ গোয়েলের অভিনয় প্রশংসার দাবি রাখে। এছাড়াও প্রদর্শিত হয়েছে মিউজিক অ্যালবাম 'টাকা' ও ২৭ মিনিটের ছোট ছবি 'ফ্রেনেমি'।

Leave a Reply

error: Content is protected !!