ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল  ডোমকলের এক শিক্ষকের

ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল ডোমকলের এক শিক্ষকের

Reported By : Masud Rana
২৫শে সেপ্টেম্বর, সোমবার, ইন্ডিয়া বুক অফ রকর্ডে নাম উঠল এক শিক্ষকের। ইউনিভারশাল কম্পিটিটিভ ম্যাথ ব ই লিখে ইন্ডিয়া বুক অফ রের্কড 2023 এ নাম উঠল ডোমকলের এক শিক্ষকের। মুর্শিদাবাদের ডোমকলের আমিনবাদ এলাকার জিল্লার রহমান। তিনি বর্তমানে রানীনগরের রামনগর হাই মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠে খুশি তার পরিবার, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা। জানাগেছে, টানা আড়াই থেকে তিনবছর ধরে অংক বিষয়ের উপর কম্পিটিটিভ ব ই লিখে পাবলিশ করেন এই শিক্ষক। ইংরেজি বিষয়ের শিক্ষক হলেও ছোটো থেকে অংকে দক্ষ ছিলেন। তাতেই সিদ্ধান্ত নেন কম্পিটিটিভ নিয়ে ব ই লেখার। তারপরেই আড়াই তিনবছরের কম্পিলিট করে পাবলিশ করেন। তারপরেই ঐ শিক্ষকের শ্যালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার কথা বললে সেখানে আবেদন করেন। তারপরেই গত 12 ই সেপ্টেম্বর নাম উঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তার ঝুলিতে মেলে মেডেল থেকে সার্টিফিকেট সহ আরোও নানান জিনিসপত্র।

Leave a Reply

error: Content is protected !!