ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিতর্ককে কার্যত সঙ্গে নিয়েই চলেন গায়িকা। সেই সারেগামাপা রিয়েলিটি শোয়ের সময় থেকেই ইমনের সঙ্গী হয়েছে বিতর্ক। কথায় কথায় তাঁর সমালোচনা করাটা যেন আরোই সহজ হয়ে উঠেছে নেটিজেনদের একাংশের কাছে। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, ট্রোল আর বিতর্ক ইমনের নিত্যসঙ্গী। এবার বোল্ড লুকে ফটোশুট করার জন্য কটাক্ষের শিকার হলেন শিল্পী।
নিজেকে স্রেফ সঙ্গীত চর্চায় আটকে রাখেননি ইমন। তাঁর ফ্যাশন সেন্সও যথেষ্ট প্রশংসনীয়। উপরন্তু বেশ অনেক দিন ধরেই যোগাভ্যাসও করছেন গায়িকা। তার ফল পেয়েছেন হাতেনাতে। ইমনের ফিট শরীর এবং নির্মেদ টানটান ফিগারে ইতিমধ্যেই অনেকের নজর আটকেছে। সম্প্রতি তাঁর একটি ফটোশুটে আরো বেশ করে স্পষ্ট হল বিষয়টা। আর এই ফটোশুটের জন্যই সমালোচনা শুনলেন ইমন। পালটা জবাবও দিয়েছেন তিনি।