Skip to content
ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন ঘিরে রাজ্যে তীব্র প্রত্যাশা, মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় ধর্মীয় নেতারা

ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন ঘিরে রাজ্যে তীব্র প্রত্যাশা, মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় ধর্মীয় নেতারা

Reported By:- মোহাম্মদ জাকারিয়া, কলকাতা

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুধবার এক গুরুত্বপূর্ণ সম্মেলনের সাক্ষী হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হবে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় বুদ্ধিজীবীরা কলকাতায় এসে পৌঁছেছেন। বিশেষত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার প্রতিনিধিরা মঙ্গলবার রাতেই শহরে এসে সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


সম্মেলনের প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ক্বারী শফিক কাসেমী, মাওলানা বাকিবিল্লাহ মোল্লা ও হাজী কামরুল হুদা, ড. বশিরউদ্দিন সহ আরো অনেকেই।


এই সম্মেলন ঘিরে ইমাম-মুয়াজ্জিন মহলে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা। উত্তর দিনাজপুর জেলা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আসিরউদ্দিন বলেন, “বর্তমানে বাজারের অবস্থা অত্যন্ত সংকটজনক, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যদি ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেন, তাহলে তা হবে অত্যন্ত আশার কথা।”

একই সুর শোনা যায় উত্তর দিনাজপুর ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা মাহিরুদ্দিনের কথায়।

Leave a Reply

error: Content is protected !!