Reported By:- মুহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ মোল্লার নির্দেশে ও অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডা. বাশির উদ্দিনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কেরিটাস হলে জেলার সমস্ত ব্লকের ইমাম মোয়াজ্জিনদের নিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদের উপহার বিতরণ এবং সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার। এদিন সমস্ত ইমাম মুয়াজ্জিন দেয় গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এই সভার মাধ্যমে ইমাম মুয়াজ্জিন দের ১০ হাজার টাকা মাসিক বেতনের দাবি জানান তারা। এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের রাজ্যে সহ সভাপতি ডা. বাশির উদ্দিন জানান, রাজ্য তথা দেশ জুড়ে শান্তি বজায় রাখা, বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য বজায় রাখা এবং শিক্ষায় মুসলিম সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। পবিত্র রমজান মাসে সর্বত্র শান্তি বজায় থাকুক। এই বার্তায় সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক। এ প্রসঙ্গে জেলা কমিটির সভাপতি মাওলানা আসিরুদ্দিন আহমেদ জানান, সকলকে একত্রিত করে রমজান মাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বার্তা দেওয়া হলো। আগামীতে একটি সম্মেলন হতে পারে যার দিনক্ষণ ঠিক হবে রমজান মাসের পরেই। এছাড়াও তিনি বলেন, সম্মেলনটি ইসলামপুর হতে পারে। এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্যে সহ সভাপতি ডা. বাশির উদ্দিন, উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আসিরুদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি মাহিরুদ্দিন আহমেদ, সংগঠনের বিভিন্ন ব্লক সহ আরও অনেকেই।
