ইম্পেক্ট ইন্ডিয়া’র লাইফ লাইন এক্সপ্রেস হাসপাতাল ট্রেনের সূচনা চিনপাইয়ে – G Tv { Go Fast Go Together)
ইম্পেক্ট ইন্ডিয়া’র লাইফ লাইন এক্সপ্রেস হাসপাতাল ট্রেনের সূচনা চিনপাইয়ে

ইম্পেক্ট ইন্ডিয়া’র লাইফ লাইন এক্সপ্রেস হাসপাতাল ট্রেনের সূচনা চিনপাইয়ে

 

ভারতবর্ষের “ইমপেক্ট ইন্ডিয়া” ফাউন্ডেশনের উদ্যোগে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত চিনপাই রেলওয়ে স্টেশনে ইম্পেক্ট ইন্ডিয়া’র লাইফ লাইন এক্সপ্রেস পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের শুভ সূচনা হল আজ। এদিন ফিতে কেটে সূচনা করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরি। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন এই শিবিরের ব্যবস্থাপক চন্দ্রকান্ত দেশপান্ডে, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদী, চিনপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী মরিয়ম খাতুন সহ আরো অনেকে। এই হাসপাতাল ট্রেনে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে। যেমন, চোখের সার্জারি, কানের সমস্যা, হাত এবং পা অঙ্গবিকৃতি, ঠোঁটের সার্জারি, মুখ, স্তন, কার্ভিকেল ক্যান্সারের স্ক্রিনিং, ব্লাড প্রেসার এবং ব্লাড সুগার টেস্ট, দাঁতের পরীক্ষা এবং সার্জারি করা হবে। এই স্বাস্থ পরীক্ষা শিবির চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের প্রথম লাইফ লাইন এক্সপ্রেস ট্রেন হাসপাতালে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন। এদিন চন্দ্রকান্ত দেশপান্ডে জানান, রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসন এবং স্থানীয় মানুষজনের আমরা সহযোগিতা পেয়েছি। আর এই ইম্পেক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন গত তিরিশ বছর ধরে
ট্রেনের মাধ্যমে ১২ মানুষকে লক্ষ স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছে। পাশাপাশি ১ লক্ষ ৭০ হাজার সার্জারি এই ট্রেনের মধ্যে করা হয়েছে।

Leave a Reply

Translate »
Call Now Button