Reported By:- News Desk
ইদানিং ইশা সাহা (Isha Saha) ব্যস্ত ওয়েব সিরিজ ও ফিল্মের কাজ নিয়ে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ তিনি। নিত্যনতুন রিল ও ফটোশুট শেয়ার করেন ইশা। বর্তমানে কলকাতা জুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ। আপাতত সকলের মনে একটাই ক্যাপশন, ‘শহরের উষ্ণতম দিনে’। বাদ গেলেন না ইশাও। এই ক্যাপশন দিয়ে ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করলেন তিনি।