“ইশা সাহা” লাল শাড়িতে নজর কাড়লেন !

“ইশা সাহা” লাল শাড়িতে নজর কাড়লেন !

Reported By:- Subham Roy

ইশা সাহা (Isha Saha) বর্তমানে টলিউডের অন্যতম অভিনেত্রী। ছোট পর্দায় ‘ঝাঁঝ লবঙ্গফুল’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে ইশা হয়ে উঠেছেন বড় পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। নিত্যনতুন ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করে খবরের শিরোনাম দখল করেন ইশা। সম্প্রতি তাঁর কয়েকটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে ইশার পরনে রয়েছে লাল রঙের হ্যান্ডলুম শাড়ি। শাড়িতে কোনো প্রিন্ট নেই। এই শাড়ির সাথে ইশা টিম আপ করেছেন অফ হোয়াইট রঙের করসেট টপ। অফ শোল্ডার করসেট টপ জুড়ে রয়েছে সোনালি জরির কলকা ডিজাইন। উজ্জ্বল মেকআপ করেছেন ইশা। চোখের কোল ভরেছে কালো রঙের কাজলে। তৈরি হয়েছে স্মোকি আই লুক। ঠোঁট রাঙিয়েছেন ব্রাউন শেডের লিপস্টিকে। ইশা চুলে বেঁধেছেন মেসি বান। নাকে পরেছেন ছোট্ট অক্সিডাইজড নোলক। এছাড়া আর কোনো গয়না পরেননি তিনি। ইশার ছবিগুলি দেখে অনেকেই তুলনা করেছেন জীবনানন্দ দাশ (Jibanananda Dash) রচিত ‘নাটোরের বনলতা সেন’-এর সাথে।

Leave a Reply

error: Content is protected !!