Reported By : Masud Rana
৯ ই জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের ইসলামপুর থানার নতুন দুর্গাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জাহিদুল শেখ ওরফে ঝড়ু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আর তার বাড়িতে তল্লাশি চালায় ইসলামপুর থানার পুলিশ। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশী পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তারপরেই ওই বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম জাহিদুল শেখ ওরফে ঝড়ু। ধৃত ব্যক্তিকে সোমবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে লালবাগ আদালতে তোলা হয়। কি কারনে আগ্নেয়াস্ত্র বাড়িতে মজুদ করে রেখেছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।