এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর প্রতিনিধি সুরজিৎ সেন, ইসলামপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক শুভদীপ দাস, মহকুমা প্রেসক্লাবের সভাপতি সুশান্ত নন্দী, মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল বলেন, মহকুমার সেরা দুর্গা পুজোগুলিকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি তিনি প্রেস ক্লাবকে সম্পূর্ণ ব্যবহার করার অনুরোধ করেন। বইমেলা প্রসঙ্গেও বার্তা দেন তিনি। বইমেলাটি সফল হবে কারণ মানুষের মধ্যে বই নিয়ে উত্তেজনা বিন্দুমাত্র কমেনি এমনটাই আশা করেছেন কানাইয়ালাল আগারওয়াল। মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ বলেন, প্রেস ক্লাবের ভবনটিকে সুসজ্জিত করা হবে। গেস্ট হাউস রাখা হবে। পরিকল্পনামাফিক ভবন গড়ে তোলার বার্তা দেন তিনি। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর প্রতিনিধি সুরজিৎ সেন বলেন, সাংবাদিকতা যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাই বর্তমানে সামাজিক, রাজনৈতিক যেকোনো ক্ষেত্রেই প্রেস ক্লাবের ভূমিকাও অনস্বীকার্য।