Skip to content
উচ্চমাধ্যমিকে রাজ্যে ৯৭% ছাত্রছাত্রী পাশ করলেও বহরমপুর থানার হাতিনগর সারদা বিদ্যাপীঠ স্কুলে পাশ করেছে মাত্র ৫০% ছাত্রী

উচ্চমাধ্যমিকে রাজ্যে ৯৭% ছাত্রছাত্রী পাশ করলেও বহরমপুর থানার হাতিনগর সারদা বিদ্যাপীঠ স্কুলে পাশ করেছে মাত্র ৫০% ছাত্রী

উচ্চমাধ্যমিকে রাজ্যে ৯৭% ছাত্রছাত্রী পাশ করলেও বহরমপুর থানার হাতিনগর সারদা বিদ্যাপীঠ স্কুলে পাশ করেছে মাত্র ৫০% ছাত্রী। আর সেই জন্য শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ করল ফেল করা ছাত্রীরা। তাদের দাবি শিক্ষাকাদের গাফিলতিতে এই স্কুলের ছাত্রীরা ফেল করেছে। স্কুলের প্রধান শিক্ষিকা মিতালী চৌধুরী জানিয়েছেন, এই স্কুল থেকে এবার ১০৪ জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাশ করেছে মাত্র ৫২ জন ছাত্রী। ছাত্রীদের একাদশ শ্রেনীর ফলাফলের ভিত্তিতে এবারের ফলাফল হয়েছে। অন্যদিকে ছাত্রীরা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা একাদশ শ্রেনীতে ছাত্রীদের ২ পরীক্ষা নেই নি। উপরন্তু ভর্তি বাবদ টাকা এমনকি মার্কশিট নিতে গেলেও ৫ টাকা করে ছাত্রীদের দিতে হচ্ছে। বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

error: Content is protected !!