Skip to content
উড়িষ্যা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন সামিরুল ইসলাম

উড়িষ্যা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন সামিরুল ইসলাম

Reported By:- Binoy Roy

উড়িষ্যা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জী অশোক দাস সহ উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকরা উপস্থিত হন। সেখানে সাংসদ সামিরুল ইসলাম বলেন, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মুর্শিদাবাদের ২০ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী হিসাবে সন্দেহ করে উড়িষ্যায় আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। আমাদের কাছে সেই খবর আসার পরেই ড্রেরেকও বায়েন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি করেন তারপর সেখানকার পুলিশ প্রশাসন তাদেরকে উদ্ধার করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এইভাবেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান। এদিন সামিরুল ইসলাম বলেন পরিযায়ী শ্রমিকদের যে ডাটা ব্যাংক তৈরি করা হয়েছে তাতে এখন পর্যন্ত ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের চেয়েও বিহারে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। অথচ বিজেপি শাসিত কেন্দ্র বাংলাকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি বলে উল্লেখ করেন। আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছি। এখন পর্যন্ত যেসব পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়নি তাদের নাম নথিভুক্ত করার আহবান জানাচ্ছি।

Leave a Reply

error: Content is protected !!