উত্তর দিনাজপুরের ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের ছাত্রের লাল কেল্লায় অভূতপূর্ব সম্মাননা

উত্তর দিনাজপুরের ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের ছাত্রের লাল কেল্লায় অভূতপূর্ব সম্মাননা

Reported By:-  মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ

উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের নাম এবার সগর্বে উচ্চারিত হতে চলেছে ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লায়। মহাবিদ্যালয়ের এক উজ্জ্বল ছাত্র সম্প্রতি ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় অনুষ্ঠিত হওয়া বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। এ ঘটনায় পুরো মহাবিদ্যালয় এবং জেলার মানুষ গর্বিত ও আনন্দিত। ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু এ প্রসঙ্গে বলেন, "এই সম্মান শুধু আমাদের ছাত্রের নয়, এটি সমগ্র মহাবিদ্যালয়ের গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পড়াশোনার জন্য নয়, জাতীয় পর্যায়ে বিশেষ সাফল্য অর্জনের জন্যও পরিচিত হচ্ছে। আমাদের ছাত্রের এই অর্জন মহাবিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক বিশাল অনুপ্রেরণা।"

Leave a Reply

error: Content is protected !!