Reported By :- তুষার কান্তি খাঁ
শূন্য পদে স্থায়ী নিয়োগ ও বেকারদের কাজের দাবি, নিয়োগ দুর্নীতিতে যুক্ত মূল মাথাদের গ্রেপ্তার সহ আরো অন্যান্য দাবিতে সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন আজ উত্তরকন্যা অভিযানে নামে। তারা যখন অভিযানে মিছিল করে যাচ্ছিল সেখানে পথ আটকায় তৃণমূলের দলদাস পুলিশ। তারা বর্বরচিত আক্রমণ চালায় ডি-ওয়াই এফ আই নেতা কর্মীদের ওপর। গ্রেপ্তার হন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি ,সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সহ আরো অনেকে। মিনাক্ষির সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজনৈতিক মহল।