উত্তরপাড়ায় চলছে জমজমাট  হস্তশিল্প  প্রদর্শনী

উত্তরপাড়ায় চলছে জমজমাট হস্তশিল্প প্রদর্শনী

Reported By : News Desk
১৭ ই এপ্রিল , সোমবার, উত্তরপাড়ায় চলছে জমজমাট হস্তশিল্প প্রদর্শনী। বাংলা নববর্ষের দিন থেকে হুগলী জেলার উত্তর পাড়ায় চলছে হস্ত শিল্প মেলা। এই মেলার আয়োজন করেছে সম্পূর্না বুটিক। এদিন মেলায় গিয়ে দেখা গেল নানারকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বুটিকের সম্ভার নিয়ে হাজির বিক্রেতারা।

পাশাপাশি এদিন মেলার প্রতিটি দোকানে ক্রেতার লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলার উদ্যোগতা সম্পূর্না বুটিকের কর্নধার বর্নালী দে জানান, এই বুটিকটি সম্পূর্ন রুপে মহিলাদের স্বনির্ভর করে তুলতে গড়ে তোলা হয়েছে। তিনি আরো জানান, এই হস্ত শিল্প মেলার মাধ‍্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলাই তাদের লক্ষ‍্য।

Leave a Reply

error: Content is protected !!