উত্তরপাড়ায় সিমফোনি মিউজিক  কম্পানির সাংস্কৃতিক  অনুষ্ঠান

উত্তরপাড়ায় সিমফোনি মিউজিক কম্পানির সাংস্কৃতিক অনুষ্ঠান

Reported By : Manoj Das
৭ ই ডিসেম্বর, বুধবার, সিমফোনি মিউজিক কম্পানির সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরপাড়ায় গতকাল সিমফোনি মিউজিক কম্পানির তরফ থেকে গতকাল উত্তরপাড়ার গণ ভবনে অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠনের মূল উদ্দক্তা ছিলেন সিমফনি এর শিক্ষক মাননীয় পুলক সর্মা। এখানে সেন্টার এর ছাত্র ছাত্রীরা বিভিন্ন গানের উপর গিটার ও সিন্থেসাইজার পরিবেশন করে।

এখানে অতিথি শিল্পী ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী শ্রীমান অমিত কুমার গাঙ্গুলী।সঞ্চালক ছিলেন শ্রী ইন্দ্রনীল নন্দী ও শ্রী পল্লব বিষ্ণু।বাদ্যযন্ত্রে ছিলেন শ্রীমান পুলক সর্মা,শ্রী সন্দীপ চন্দ্র,সোমনাথ রায়, উজ্জল চক্রবর্তী, অঞ্জন দাস, ধ্রুব চক্রবর্তী ইত্যাদি ব্যাক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!