এখানে অতিথি শিল্পী ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী শ্রীমান অমিত কুমার গাঙ্গুলী।সঞ্চালক ছিলেন শ্রী ইন্দ্রনীল নন্দী ও শ্রী পল্লব বিষ্ণু।বাদ্যযন্ত্রে ছিলেন শ্রীমান পুলক সর্মা,শ্রী সন্দীপ চন্দ্র,সোমনাথ রায়, উজ্জল চক্রবর্তী, অঞ্জন দাস, ধ্রুব চক্রবর্তী ইত্যাদি ব্যাক্তিবর্গ।