Reported By:- Manoj Das
উত্তর ২৪ পরগনা জেলায় সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির “বাংলা বাঁচাও” পদযাত্রা সম্প্রতি দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। পদযাত্রা শুরু হয় দমদম নাগের বাজার মোড় থেকে এবং যশোর রোড, সেন্ট্রাল জেল, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এগিয়ে চলে। পদযাত্রা কাঁচরাপাড়া থানা মোড়ে এসে পৌঁছায়, যেখানে রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখেন এবং স্থানীয় মানুষদের সম্বর্ধনা গ্রহণ করেন।
পদযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, সুমিত দে, নদীয়া জেলার সম্পাদক রতন বাগচী, দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক পলাশ দাস এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক। কাঁচরাপাড়া থানা মোড়ে সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন এবং তাঁদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
স্থানীয়দের পক্ষ থেকে কাঁচরাপাড়া রেলস্টেশন সম্পর্কিত বিভিন্ন দাবির সমর্থনে ডি আর এম শিয়ালদা ডেপুটেশনের স্বাক্ষরিত কপি মীনাক্ষী মুখার্জির হাতে তুলে দেওয়া হয়।
কাঁচরাপাড়া থানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে ময়ূরী কল চৌমাথা, হুকুমচাঁদ জুটমিল ও নৈহাটি জুট মিলের শ্রমিকরা মিছিলে যোগ দেন। পদযাত্রা ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুরমুখী এগিয়ে যায়। মিছিলে শামিল ছিলেন মীনাক্ষী মুখার্জি, পলাশ দাস, গার্গী চ্যাটার্জি, দেবাঞ্জন দে, প্রণয় কাজী এবং ময়ূখ বিশ্বাস। চটকল শ্রমিকদেরও সমর্থন পাওয়া যায় এবং মিছিল এলাকার বিভিন্ন অংশে ব্যাপক সমাগমে এগিয়ে চলে।
পদযাত্রার মাধ্যমে সিপিআইএম রাজ্য নেতৃত্ব ও স্থানীয় কমিটি বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং তাদের দাবির প্রতিফলন রাজনৈতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করছে।