Reported By : Masud Rana
৮ ই সেপ্টেম্বর, শুক্রবার, রানীনগরের গোধনপাড়া রুপায়ণ ক্লাবে কংগ্রেসের জনসভা ছিল সেই জনসভায় কংগ্রেস কর্মীরা যাচ্ছিল। রানীনগর থানার পুলিশ কংগ্রেস কর্মীদের গাড়ি,টোটো ভেঙে ভাংচুর করে। তারপর কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে থানা ভাংচুর করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরিস্থিতি ভয়ানক।