Reported By : Binay Roy
২২ শে নভেম্বর, বুধবার, করোনার সময় কর্মররত সিকিউরিটিদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর আর নিয়োগ হচ্ছে না। এই অভিযোগ তুলে উত্তাল উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। অভিযোগ, করোনার সময় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীর কাজ দেওয়া হয়েছিল। কাজ দিয়েছিলেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিকিউরিটি সুপারভাইজার ইউ এন গোস্বামী বলে অভিযোগ। কিন্তু আড়াই বছর থেকে সেই কাজ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের সিকিউরিটি সুপারভাইজারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিক্ষোভ কর্মহীন সেই সব যুবক- মহিলাদের।
সিকিউরিটি সুপারভাইজারকে টানাটানি, ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভের মুখে পড়ে সিকিউরিটি সুপারভাইজার দৌড়ে পালালেন। পরে তার,গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভকারিরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।