Reported By : Masud Rana
৮ ই জানুয়ারি, রবিবার, ডোমকলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ উঠল স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শেখালীপাড়া মোল্লাপাড়া এলাকায়। মৃতের নাম কাওসার আলী (২৯)। তার বাড়ি ইসলামপুর থানার হেড়ামপুর এলাকায়। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানাগেছে, গত দুই মাস আগে বাড়ি হেড়ামপুর থেকে শ্বশুরবাড়ি ডোমকলের সেখালিপাড়া মোল্লাপাড়া এলাকায় ঘযর জামাই হয়ে থাকে। কাজের তাগিদে বাড়ি ছেড়ে ঘরজামাই থাকলেও স্ত্রী ও শ্বাশুড়ির সাথে পারিবারিক বিবাদ ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল সারাদিন স্ত্রীর সাথে বচসার জেরে রাগারাগি করে ইটভাটায় কাজে বেরিয়ে যার। তারপর বাড়ি ফেরেনি। রবিবার সাত সকালে বাড়ি থেকে খানিকটা দুরে একটি গাছে গলাই গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপরেই পরিবারের লোকজনকে জানালে খবর দেই পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।