পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার জানিয়েছেন, "কমবেশি ৭৮ টা আলোকচিত্র প্রতিযোগিতার জন্য জমা পড়েছিল। তারমধ্যে ১ জন প্রতিযোগীর আলোকচিত্রকে সেরা রূপে চিহ্নিত করা হয়েছে, এর পাশাপাশি আরো পাঁচটা সমমানের আলোকচিত্রকেও সম্মানিত করা হয়েছে।"