Skip to content
উন্নত শিশু সুরক্ষা: “শিশু বান্ধব গ্রাম” প্রকল্পে হাটগাছায় আলোচনা সভা

উন্নত শিশু সুরক্ষা: “শিশু বান্ধব গ্রাম” প্রকল্পে হাটগাছায় আলোচনা সভা

অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া

হাটগাছা ১ ব্লকের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি "শিশু বান্ধব গ্রাম" বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল লক্ষ্য ছিল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ তৈরি করা। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, যেখানে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, "আমাদের শিশুদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলস্বরূপ আজকের এই অনুষ্ঠান। আমরা হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েতের সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটগাছা ১ অঞ্চলের প্রধান প্রসেনজিৎ দাস, সেক্রেটারি শম্ভুনাথ মিশ্র, সমাজসেবী শংকর মহল এবং স্থানীয় প্রতিনিধি দেলোয়ার থান্দার ও রঘুনাথ মান্না।

এভাবে, হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশুদের জন্য একটি সুরক্ষিত ও উন্নত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানটি একটি নতুন দিগন্তের সূচনা করলো।

Leave a Reply

error: Content is protected !!