উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব 2024

উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব 2024

Reported By:- Masud Rana

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানীয় কবি সাহিত্যিক সহ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের নিয়ে ডোমকল মহাকুমার প্রাণিসম্পদ বিকাশ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব 2024। উক্ত অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিক শিল্পীরা। উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রয়, মহাকুমা আরক্ষা আধিকারিক শুভম বাজাজ, মহকুমা খাদ্য নিয়ামক মুশির আহমেদ, ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার সহ ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস সহ আরো বুদ্ধিজীবী ও গুণীজনরা। উক্ত অনুষ্ঠানে উল্কা বৃষ্টিসহ আরো পাঁচটি বই প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে উল্কাবৃষ্টি এবং দ্য ডোমকল কলিং পত্রিকার সম্পাদক এম এ ওহাব বলেন, মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা নয়, একে পিছিয়ে রাখা হয়েছে। বিভিন্ন আধিকারিকগণও এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন, সেইসঙ্গে মহকুমা শাসক আরো বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে আজ যে স্ফুলিঙ্গ জ্বলে উঠলো, তা সমাজে ছড়িয়ে পড়ুক এবং সমাজের আরো উন্নয়ন সাধিত হোক।

Leave a Reply

error: Content is protected !!