REPORTED BY:- BINOY ROY
মৃত ওই ব্যক্তির নাম ফরিং মন্ডল (৫৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নবগ্রাম উত্তরপাড়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে চাষবাস করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু ঋণ পরিশোধ না করতে পারায় বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে শুক্রবার রাত্রে নবগ্রামের উত্তরপাড়া মন্দির সংলগ্ন আমবাগানে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের ছেলে অভিজিৎ মন্ডলের দাবি তাদের বাড়িতে কোনও অশান্তি হয়নি। ঋণের টাকা শোধ না করতে পেরেই আত্মহত্যা করেছেন তার বাবা। নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।