Reported By:- Subham Roy
কিছুদিন আগেই তাঁর বয়স নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন নায়িকা। তবে অবশেষে এসেই গেল তাঁর জন্মদিন। গত 7 ই নভেম্বর উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাহান্ন বছর বয়সের কোঠায় পৌঁছে গেলেন ঋতুপর্ণা। রাত বারোটা বাজার সাথে সাথেই শুভেচ্ছাবার্তায় ভরেছে তাঁর সোশ্যাল মিডিয়া ইনবক্স। ঋতুপর্ণার ইন্সটাগ্রাম প্রোফাইলও ভরেছে একের পর এক ‘হ্যাপি বার্থডে’ লেখা ছবিতে। অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।তবে জন্মদিনে সেলিব্রেশনের পরিবর্তে ঋতুপর্ণা কলকাতায় শুটিং ফ্লোরে কাজে ব্যস্ত ছিলেন। তাঁর স্বামী ও দুই সন্তান থাকেন সিঙ্গাপুরে। তবে কলকাতায় রয়েছে ঋতুপর্ণার বৃহত্তর পরিবার। কিন্তু এদিন কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly) পরিচালিত নতুন ফিল্মের সেটে শুটিংয়ে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উইন্ডোজ নির্মিত মুভি ‘প্রাক্তন’-এর পর আবারও এই ফিল্মে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। তবে এদিন ওই ফিল্মের সেটেই ঋতুপর্ণার বার্থডে সেলিব্রেশন করেছেন কূশীলবরা।