নব্বইয়ের দশকে রঙিন ছিল টলিউড। আর সেই সময়ের ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একদশক আগেও প্রায়ই প্রেক্ষাগৃহে মুক্তি পেত তার অভিনীত বাংলা ছবি। আর অধিকাংশ ছবিই ছিল ‘সুপারহিট’। কারণ চরিত্র অনুযায়ী জীবন্ত ও সাবলীল অভিনয় থেকে শুরু করে, উষ্ণ আবেদনময়ী চরিত্রে সাহসী অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরা- ক্যামেরার সামনে সবেতেই বেশ পারদর্শী ছিলেন অভিনেত্রী। আর সবথেকে আকর্ষক ছিল তার ব্যতিক্রমী চোখের মণির রং। এককথায় অভিনেত্রী ঋতুপর্ণার সৌন্দর্যের ভক্ত একটা সময় ছিল প্রায় সব বাঙালি যুবকই।
বর্তমানে রুপোলি পর্দায় বেশি ধরা না দিলেও ভক্তদের কাছাকাছিই থাকেন তিনি। ভক্তদের সামনে আজও নিজেকে মেলে ধরেন নানা রূপে, নানা অবতারে। মাধ্যম একটাই, সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রায়ই নানা লুকে ভক্তদের জন্য রেখে যান তার সৌন্দর্যের খতিয়ান। কখনো খোলামেলা পশ্চিমি পোশাকে নিজেকে নিমজ্জিত করে উষ্ণতার জোয়ার এনে দেন অনুরাগীদের মনে। কখনো আবার নজর কাড়েন ট্র্যাডিশনাল বাঙালিয়ানায় সজ্জিতা হয়ে। অভিনেত্রীকে দেখে বোঝা ভার তার বয়সের অঙ্ক। তাই অনেকেই তাকে ‘চিরহরিৎ’ নায়িকার তকমা দিয়ে থাকেন।