Skip to content
“ঋতুপর্ণা” লেহেঙ্গা চোলিতে হট লুকে !

“ঋতুপর্ণা” লেহেঙ্গা চোলিতে হট লুকে !

Reported By:-  News Desk

তরুণ প্রজন্মের যত নতুন অভিনেত্রীরাই আসুক না কেন, ঋতুপর্ণা সেনগুপ্তের (Ritiparna Sengupta) জনপ্রিয়তা কোনোদিনই কমার নয়। নব্বই দশকের প্রথম সারির নায়িকাদের মধ্যে সবার প্রথমে আসবে তাঁর নাম। টলিউড ইন্ডাস্ট্রির ‘কুইন’ বলা যায় তাঁকে। এখন সময় বদলেছে, নতুন অনেক নামই উঠে এসেছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু ঋতুপর্ণার ক্রেজ কমার বদলে আরো বেড়েই চলেছে। সেই সঙ্গে উলটো দিকে হাঁটতে শুরু করেছে তাঁর বয়স। উইকিপিডিয়া বলছে, ৫০ পেরিয়ে গিয়েছেন ঋতুপর্ণা। কিন্তু তাঁকে দেখে সে কথা বলে কার সাধ্যি! এখনো যুবতী অভিনেত্রীদের বলে বলে গোল দিতে পারেন তিনি। গ্ল্যামার যেন দিন দিন আরো বাড়ছে তাঁর। কেরিয়ারের উন্নতির সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও খ্যাতি বাড়ছে ঋতুপর্ণার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৮ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য মাঝে মধ্যেই ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি ঋতুপর্ণার শেয়ার করা কিছু ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়। লাল স্প্যাগেটি স্ট্র্যাপের ব্লাউজ, লাল লেহেঙ্গার সঙ্গে গোটা পট্টি লেসের ওড়না নিয়ে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে সোনালি আর সবুজ কুন্দনের গয়না। টানটান করে বাঁধা চুল আর গ্ল্যাম মেকআপে লুক সম্পূর্ণ করেছেন ঋতুপর্ণা। বিয়ে বাড়ির সিজনে অভিনেত্রীর এই লুকটা বেশ জনপ্রিয় হয়েছে। অনুরাগীরা ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। হৃদয় আর আগুনের ইমোজিতে ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। প্রসঙ্গত, আগামীতে বেশ কিছু নতুন প্রোজেক্ট রয়েছে ঋতুপর্ণার। এর মধ্যে অন্যতম ‘নজরবন্দি’। নতুন OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে এই ছবি। তবে এই ছবিতে কোনো পুরুষ চরিত্র থাকছে না। এছাড়াও টলিউড বলিউড মিলিয়ে আরো বেশ কিছু সিনেমা রয়েছে ঋতুপর্ণার ঝুলিতে। তাঁকে নতুন নতুন ছবিতে নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তাঁর অনুরাগীরা। শোনা যাচ্ছে, আবারো নতুন হিন্দি ছবি দিয়ে বলিউডে ফিরতে চলেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো মেলেনি।

Leave a Reply

error: Content is protected !!