হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজোর সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উন্মাদনাও বেড়ে চলেছে বাঙালির মনে। আগামী মাসেই মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হবে দেবীপক্ষ। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। থিম নির্বাচন, মণ্ডপ তৈরির সঙ্গে সঙ্গে কুমোরটুলির অলিতে গলিতেও যেন উৎসবের মেজাজ। শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন মা। বিনোদন ইন্ডাস্ট্রিতেও তোড়জোড়। মহালয়ার অনুষ্ঠানের শুটিংয়ের পাশাপাশি তারকারা কোমর বেঁধে নেমে পড়েছেন ফটোশুটে। সম্প্রতি দেবী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)।
মহালয়া উপলক্ষে অনেক অভিনেত্রীই বিশেষ ফটোশুট করেন। কাশবনে ফটোশুট নিয়ে নেটপাড়ায় ট্রোলিংও কম হয় না। তবে ঋত্বিকাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না, সিঁথি ভরা সিঁদুর আর দু হাত আলতায় রাঙিয়ে এক গোছা পদ্মফুল নিয়ে পোজ দিয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে উঁকি দিচ্ছে কাশবন। ঋত্বিকার স্নিগ্ধ ছবিটি নিঃসন্দেহে চোখ জুড়োনো। মাত্র এক ঘন্টাতেই লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ হাজার। অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগীরাও।