Reported By : News Desk
৩১ শে ডিসেম্বর, শনিবার, মুর্শিদাবাদ জেলায় এই মরশুমে শীতলতম দিন বলে মনে করা হচ্ছে আজকের দিনটিকে। আসলে গতকাল সকাল থেকেই বেশি ঠান্ডা অনুভব করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায়। দিন গড়াতে দিনের তাপমাত্রার পারদ ক্রমশ নামতে থাকে। ফলে রাতের দিকে যথেষ্টই বেশি শীত অনুভব করা গেল মুর্শিদাবাদে। যদিও এই মরশুমে শীতলতম দিনটিকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করতে দেখা গেল বিশেষ করে বহরমপুর শহরের মানুষজনদের। একদিকে যেমন রাস্তার মোড়ে চায়ের দোকানে ভীড় জমতে দেখা যায় পথ চলতিদের; অন্যদিকে তেমনই গতকাল রাত থেকেই রাস্তার ধারে বা মাঠে আগুন জ্বালিয়ে গরমের ছোঁয়া পেতে লক্ষ্য করা গেল শহরবাসীকে। স্বভাবতই আজ সকালে সূর্যের দেখা মেলে অনেক দেড়িতে। যদিও দিনের শুরুতে পুবের আকাশে জলন্ত একটা ধূপকাঠির মতো দেখায় সূর্যকে। চারিদিকের যেন পশমের পোষাকে ঢেকে রাখা হয়েছে পরিবেশকে। স্বাভাবিকভাবে পথে ঘাটে দৃশ্যমানতার অভাবে রাস্তায় চলন্ত গাড়িগুলোতে লাইট জ্বলতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে দিনের এই তাপমাত্রা আর পরিবেশের এই চেহারা দেখে শীতে জবুথবু হয়েও যেন স্বস্তির নিশ্বাস নিতে দেখা যাচ্ছে জনসাধারণকে।