গতকাল রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে সাগরপাড়া থানার শিরোচর ব্রীজ এলাকা থেকে সাজরুল মোল্লা (বাড়ি চরকাকমারী) নামে একজন যুবককে আটক করে তার কাছ থেকে একটি দেশী পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃতকে আজকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর কোর্টে তোলা হচ্ছে