Skip to content
একদিকে উচ্ছেদের হুমকি, অন্যদিকে প্রশাসনের নিরবতা, অসহায় মানুষের কষ্ট

একদিকে উচ্ছেদের হুমকি, অন্যদিকে প্রশাসনের নিরবতা, অসহায় মানুষের কষ্ট

Reported By Manoj Das

২০২৫ সালের ২৮ মার্চ, দক্ষিণেশ্বর রেল বস্তির বাসিন্দারা রেল কর্তৃপক্ষ ও আরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভে দাঁড়িয়ে যান। দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে তারা এখানে বসবাস করে আসছেন, কিন্তু রেল কর্তৃপক্ষের নবমবারের উচ্ছেদ নোটিশ তাদের মধ্যে ভীতি তৈরি করেছে। এদিন, স্থানীয় মানুষেরা রেল আধিকারিকদের সাথে আলোচনা করেন, কিন্তু তাদের খালি হাতে ফিরে যেতে হয়।

বস্তিবাসীরা জানান, সরকার যদি সকল বস্তিবাসীর পুনর্বাসন দিচ্ছে, তাহলে তাদের কেন দেওয়া হবে না? তাদের দাবী স্পষ্ট—“আমরা জায়গা ছাড়ব না, যদি না আমাদের পুনর্বাসন দেওয়া হয়।” প্রায় ৪৫০টিরও বেশি ঘর এবং ১৪০০ এর অধিক ভোটার নিয়ে গঠিত এই বস্তি, কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখানকার মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে জীবনযাপন করেন, যেমন—হকারি ও গৃহকর্ম।

স্থানীয় বিধায়ক মদন মিত্র এবং সাংসদ সৌগত রায়ের কাছে বারবার সমস্যা সমাধানের আবেদন জানানো হলেও, তাদের কাছ থেকে কোনো কার্যকর উদ্যোগ আসেনি। উচ্ছেদের বিপরীতে তাদের পাশে দাঁড়ানোর কথা বলে সরকার কিন্তু বাস্তবে তা কার্যকর হয়ে উঠছে না।

বস্তিবাসীদের ভয়ে দিন কাটানো প্রতিটি মুহূর্ত অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। “আমরা এখানে ৬০-৭০ বছর ধরে রয়েছি। আমাদের সন্তানরা এখানে বড় হয়েছে। আমাদের পুনর্বাসন না হলে আমরা কোথায় যাব?”—এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Leave a Reply

error: Content is protected !!