এক অন্যরকম বিবাহবার্ষিকী উদযাপনের সাক্ষী হলো মুর্শিদাবাদ।শ্রীমতী ব্রততী মুখোপাধ্যায় এবং শ্রী সুমন ব্যানার্জীর ১০ বছরের বিবাহবার্ষিকী ছিল গত ২০শে ফেব্রুয়ারি।তাদের এই অন্যরকম উদযাপনের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল বহরমপুরের প্রচেষ্টা ফাউন্ডেশন।প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে কান্দি থানার জীবন্তী পোস্টঅফিসের অন্তর্গত উলসীডাঙ্গা গ্রামে প্রায় ১৪০ জন দরিদ্র মানুষকে সেদিন দুপুরের খাবার খাওয়ানো হয় এবং তারপর কিছু পুরনো ব্যবহারযোগ্য পোশাক তুলে দেওয়া হয় তাদের হাতে।ব্রততীদেবী এবং সুমনবাবু জানিয়েছেন এই অন্যরকম উদযাপনে তারা খুব তৃপ্ত।প্রচেষ্টার পক্ষে ওইদিন উপস্থিত ছিলেন সুদীপ দে ,সৌগত সাহা ,সুমন সরকার কাকলি সরকাররা।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী দুর্লভ ত্রিপাঠী।