এক অভূতপূর্ব শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন হল জগধাত্রী প্রতিমা

এক অভূতপূর্ব শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন হল জগধাত্রী প্রতিমা

Reported By : Sumanta Das

৫ ই নভেম্বর, শনিবার, সুভাষগ্রাম এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন হল জগধাত্রী প্রতিমা। পাঁচ দিনের আনন্দ শেষে বিদায় বেলায় মাকে বিদায় জানাতে কারোর মন না চাইলেও বিদায় তো জানাতেই হবে তাই বিষন্নতাকে সঙ্গী করে আবার এসো এই প্রার্থনা নিয়ে মাকে বিদায় জানানো হয়।

জানা যায়, এদিন সুভাষগ্রাম স্টেশন রোডের একটি পরিচিত পুজো সুভাষগ্রাম যুব বৃন্দ তাদের প্রতিমা নিরঞ্জন করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ‍্যমে। প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলে মাকে বরণ করে নেওয়া হয়। তারপর বিরাট এক শোভাযাত্রা সমগ্র সুভাষগ্রাম প্রদক্ষিন করে।

এই শোভাযাত্রায় যেমন ছিল ঢাকের বাদ‍্যি ঠিক তেমন ছিল ব‍্যান্ডের আওয়াজ। আর প্রতিমা নিরঞ্জনের ওই শোভাযাত্রা দেখতে পথের দুধারে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ শোভাযাত্রা শেষে হরিনাভী বেলতলা ঘাটে মাকে নিরঞ্জন করা হয়।

Leave a Reply

error: Content is protected !!