Reported By : Sumanta Das
৫ ই নভেম্বর, শনিবার, সুভাষগ্রাম এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন হল জগধাত্রী প্রতিমা। পাঁচ দিনের আনন্দ শেষে বিদায় বেলায় মাকে বিদায় জানাতে কারোর মন না চাইলেও বিদায় তো জানাতেই হবে তাই বিষন্নতাকে সঙ্গী করে আবার এসো এই প্রার্থনা নিয়ে মাকে বিদায় জানানো হয়।