সাগরদীঘিতে হাত বদলের আগে এক কেজি হেরোইন সহ গ্রেপ্তার এক মাদক পাচারকারী।ধৃত পাচারকারীর নাম সমিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানাগেছে সাগরদীঘি থানার সেখদিঘী বাসস্ট্যান্ড এলাকায় রবিবার গভীর রাতে হাত বদলের উদ্যেশ্যে দাঁড়িয়ে ছিলো সমিরুল ইসলাম নামের এক মাদক পাচারকারী।সাগরদীঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধৃত যুবককে আটক করে তল্লাশি চালায়।তল্লাশিতে উদ্ধার হয় এক কেজি হেরোইন।কার কাছে এত পরিমান হেরোইন পাচার করতো খতিয়ে দেখতে ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আজ আদালতে তোলা হবে।