এক গর্ভবতী গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

এক গর্ভবতী গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

মুর্শিদাবাদ জঙ্গিপুর:- এক গর্ভবতী গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তেঘরী বাঁশতলা এলাকায়। পরিবার সূত্রের খবর, গত সাড়ে ছয় বছর আগে চাঁদপুর মহালদার পাড়ার বাসিন্দা ফতেমা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল তেঘরী বাঁশতলা এলাকার বাসিন্দা বাশির শেখ এর সঙ্গে। বিয়ের পর থেকেই ফতেমার উপর অত্যাচার চরমে ওঠে। পরবর্তী সময় মেয়ে বাড়ির লোকজন এসে একটি মিউচুয়াল করে দিয়ে যায়। কিন্তু গতকাল রাত্রে বেলায় দাদার সঙ্গে কথা বলে মেয়েটি। আজ সকাল বেলায় শ্বশুর বাড়ি থেকে মেয়েটির দাদাকে ফোন করে জানানো হয় মেয়েটি মারা গেছে। তৎক্ষণাৎ মেয়েটির বাড়ির লোকজন গিয়ে দেখে মেয়েটির গলায় ফাঁস লাগানো চিহ্ন রয়েছে এবং তার হাতে ক্ষতবিক্ষত চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন রঘুনাথগঞ্জ থানায় খবর দেয় এবং মেয়েটিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এর তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!