বুধবার রাত্রে বহরমপুর শহরের কুঞ্জঘাটায় এক অভবনীয় অনুষ্ঠান করল শহর তৃণমূল কংগ্রেস।
এদিন কুঞ্জঘাটার মোড়ে যুব টাউন তৃণমূল সভাপতি পাপাই ঘোষের নেতৃত্বে বসল এক টাকার বাজার,পাপাই জানান মানুষের আবেগের কখনোই আমরা আঘাত দিতে চাইনা,সেই জন্য এক টাকা নিচ্ছি এবং প্রত্যেকের হাতে বস্ত্র তুলে দিচ্ছি, এতে মানুষের সঙ্গে আমাদের আশীর্বাদের সম্পর্ক রয়েছে আমরা শুধু আশীর্বাদ টাই চাইছি।কুঞ্জঘাটা তৃনমুল কার্যালয় থেকে ৩০০ মানুষের হাতে বস্ত্র তুলে দেন পাপাই ঘোষ,উপস্থিত ছিলেন উপ পৌরপিতা স্বরুপ সাহা।এদিন বহরমপুর পৌরসভার সমস্ত ওয়ার্ড এ একি কর্মসূচি পালন করা হয়েছে।প্রচুর মানুষ এদিন বস্ত্র পেয়ে নিজেদের খুশি জাহির করেছেন।