Reported By:- BINOY ROY
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত গহিরা গ্রামে বৃহস্পতিবার এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ৪৫ বছর বয়সী অরুণ কুমার ঘোষ বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা অরুণ কুমার ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে খড়গ্রাম থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। অরুণ কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে খতিয়ে দেখছে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে অরুণ কুমার ঘোষ আত্মঘাতী হয়েছেন।