বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রাম পঞ্চায়েতের এলেমা গ্রামে মঙ্গলবার সকালে এক যুবকের মৃতদেহ দেখতে পাওয়া যায়। ওই যুবকের মৃতদেহ পড়ে ছিল বাড়ির সামনে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এবং যুবকের আত্মীয়রা দাবি করেছেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তার স্ত্রী। ঘটনার খবর পেয়ে সদাইপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে তারা জানায় মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হবেনা । এমনই অভিযোগ করেছে তারা । তাদের দাবি পুলিশ কুকুরে নিয়ে তদন্ত করতে হবে। অন্যদিকে এই ঘটনার পর পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের তদন্তের বিষয়ে আশ্বস্ত করার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত ওই গ্রামবাসীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিক্ষোভ দেখাচ্ছেন।
