Reported By : Masud Rana
১ লা অক্টোবর, রবিবার, দৌলতাবাদের নরনারায়ণপুর এলাকায় এক রহস্যজনক বস্তা ঘিরে চাঞ্চল্য।
রবিবার সকালে নরনারায়ণপুর কবরস্থানের পাশে বস্তা ভর্তি, বস্তার মুখ বাঁধা ও রক্ত মাখা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
তারপরে আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। কোথা থেকে এ বস্তা, কিভাবে এলো সেটা নিয়ে সন্দেহর দানা বাঁধে স্থানীয়দের।
তবে কি খুন করে বস্তা বন্দি করে ফেলে রেখেছে? , , ওই ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা ,,
ওই ঘটনার খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়,,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দৌলতাবাদ থানার পুলিশ ,,
ওই বস্তার রহস্য উন্মোচন করতে ব্যবস্থা গ্ৰহন করে পুলিশ,,কি আছে সেই বস্তায় দেখার জন্য অপেক্ষায় করছেন স্থানীয়রাও
অবশেষে রক্ত মাখা বস্তার রহস্য উন্মোচন হল,, বস্তার মুখ খুলতেই সকলের চক্ষু চড়কগাছে।
বস্তায় ভর্তি রয়েছে গবাদিপশুর মাংস ,,,
ওই ঘটনাই দৌলতাবাদ থানার পুলিশ স্থানীয় মেম্বারের সহযোগিতায় মাটি খুঁড়ে পুতে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিকে আনে। কে বা কারা, কি কারণে এতো পরিমাণ মাংস বস্তা ভর্তি করে ফেলে রেখে গেছে, তার ধন্দে রয়েছে পুলিশ।