Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ ইটাহার:
‘এগিয়ে যাচ্ছে ইটাহার’- এই স্লোগানকে সামনে রেখে ১ কোটি ৭৪ লক্ষ টাকায় প্রায় ২ কিলোমিটার পেভার ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেন রবিবার ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। এদিন ইটাহার ব্লকের দূর্লভপুর অঞ্চলের সোনাপুর এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়কের দাবি, কর্দমাক্ত রাস্তা পেভার ব্লকের মতো উন্নতমানের রাস্তায় রুপান্তরিত হলে এলাকার মানুষ উপকৃত হবেন। আর্থিক বরাদ্দ হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ টাকা। এদিন ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক মোশারফ হুসেন। বিধায়ক জানান, গ্রামকে শহরে রুপান্তরিত করাতেই তার এই উদ্যোগ। পেভার ব্লকের এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে।