“এনা সাহা” ফর্সা শরীর দেখিয়ে ফের ভাইরাল !

“এনা সাহা” ফর্সা শরীর দেখিয়ে ফের ভাইরাল !

Reported By:- Subham Roy

পুজো প্রায় আসন্ন। ভারত জুড়ে মহালয়ার দিন থেকে পালিত হবে নবরাত্রি। ফলে সেলিব্রিটি থেকে সাধারণ নারী সকলেই তাঁদের পুজো স্পেশ্যাল লুক সেট করতে ব্যস্ত। তালিকায় রয়েছেন এনা সাহা (Ena Saha)-ও। গত বছর এনার ওজন যথেষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু ওয়ার্কআউট ও সঠিক ডায়েটের কারণে নিজেকে যথেষ্ট স্লিম অ্যান্ড ট্রিম করে তুলেছেন এনা। একাধিক ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করছেন এনা। তবে এতদিন তাঁকে পাশ্চাত্য পোশাকেই বেশি দেখা গিয়েছে। পুজোর মুখে এনা ধরা দিলেন শাড়িতে। তবে তাও একটু অন্যরকম ভাবে। ইন্সটাগ্রামে এনার শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে উজ্জ্বল গোলাপি রঙের হ্যান্ডলুম শাড়ি। এই শাড়ির সাথে তিনি টিম আপ করেছেন প্রিন্টেড ব্লাউজ। অফ হোয়াইট রঙের ব্লাউজটি ফুলস্লিভ। ব্লাউজ জুড়ে রয়েছে বেগুনি, মেরুন, কমলা, ব্রাউন সুতোর ফ্লোরাল এমব্রয়ডারি। ব্লাউজের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে এনার ক্লিভেজ। ব্লাউজের পিঠ যথেষ্ট ডিপ কাট। উন্মুক্ত পিঠের নিচের অংশে একটি বো বাঁধা রয়েছে। এনা শাড়িটি একটু খোলামেলা ভাবে পরেছেন। ফলে উন্মুক্ত রয়েছে তাঁর কোমরের অনেকখানি অংশ। কোমরে আঁচল গুঁজে নিয়েছেন এনা। এই শাড়ির সাথে উজ্জ্বল মেকআপ করেছেন তিনি। গোলাপি রঙের শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টান এনার দুই চোখকে আকর্ষক করে তুলেছে। ঠোঁট রাঙানো উজ্জ্বল গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার।

Leave a Reply

error: Content is protected !!