এবার থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না কাউকে – G Tv { Go Fast Go Together)
এবার থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না কাউকে

এবার থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না কাউকে

 

এবার থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না কাউকে। শনিবার মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক অপ্রতিম ঘোষ (জেলা পরিষদ) এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্য সরকারের নির্দেশ ও জেলাশাসকের নির্দেশ অনুযায়ী এখন থেকে কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে আর ভ্যাকসিন দেওয়া হবে না। জেলায় ভ্যাকসিনের জন্য ট্রাস্কফোর্ট গঠন করা হবে। ব্লকের ক্ষেত্রে সেখানার পুলিশের আই সি বা ওসি, বি এম ও এইচ, বিডিও ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে। এবং সদরের ক্ষেত্রে এসডিও, পুলিশ প্রশাসন, সি এম ও এইচ এবং পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে৷ এবার থেকে ভ্যাকসিন দেওয়ার সেন্টার হবে শুধুমাত্র এলাকার হাইস্কুলে। ভোটার লিষ্ট অনুযায়ী আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের কুপন দিয়ে আসবেন। সেই কুপনে লেখা থাকবে নির্দিষ্ট দিন বা সময় ও কোন স্থানীয় হাইস্কুলে ভ্যাকসিন নিতে হবে সেটাও। যতগুলি কুপন দেওয়া হবে ঠিক ততগুলি ভ্যাকসিন দেওয়া হবে৷ ভ্যাকসিন দেওয়ার ৪৮ ঘন্টা আগে আশাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিনের কুপন দিয়ে আসবে। তবে বয়সের ভিত্তিতে ধাপে ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। হাইস্কুলে ভ্যাকসিন সেন্টার করার সেখানে পর্যাপ্ত জায়গা থাকে। প্রয়োজনে মানুষ কিছুক্ষন বসে ভ্যাকসিন নিয়ে আসতে পারবেন।

Leave a Reply

Translate »
Call Now Button