এবার সরাসরি হুমকি পুলিশ সুপারের উপর | বহরমপুরে বিস্ফোরক হুমায়ুন কবির

এবার সরাসরি হুমকি পুলিশ সুপারের উপর | বহরমপুরে বিস্ফোরক হুমায়ুন কবির

বহরমপুর, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের রাজনীতিতে ফের উত্তেজনা। ২৮ ডিসেম্বর, রবিবার বহরমপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে প্রকাশ্যে হুমকি দিলেন হুমায়ুন কবির। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির জানান, আগামী বৃহস্পতিবার বেলা বারোটার সময় পুলিশ সুপারকে ঘেরাও করা হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওই সময় কোনও রকম অশালীন আচরণ বা অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে— একজন রাজনৈতিক নেতার প্রকাশ্য হুমকি প্রশাসনের পক্ষে কতটা উদ্বেগজনক? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলায়।

এই ঘটনার পর প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিষয়টি ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Translate »
error: Content is protected !!