Reported By:- Masud Rana
বৃহস্পতিবার সকাল সকাল সিবিআইয়ের হানা ডোমকলের বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি। কি উদ্দেশ্যে এই হানা তা এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল এই বিধায়কের বাড়ি সিবিআই হানা দিতে পারে বলে। বহুবার গুঞ্জন শোনা গিয়েছিল যে কোন সময় বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি হানা দিতে পারে সিবিআই। শেষমেষ বৃহস্পতিবার সকালে এসে পৌঁছালো সিবিআই এর একটি টিম।