Reported By : Binay Roy
১৮ ই জুন, রবিবার, বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলে জমায়েত হয়ে সেন্ট্রাল ফোর্সের দাবিতে স্লোগান তুলতে দেখা গেল ভোট কর্মীদের। উল্লেখ্য, এদিন দুপুরে ট্রেনিংয়ের জন্য ওই স্কুলে জমায়েত হন ভোট কর্মীরা। তবে ট্রেনিং শুরু হওয়ার আগেই তাদের সমস্বরে স্লোগান তুলতে দেখা যায় ওই স্কুল চত্তরে। “সেন্ট্রাল ফোর্স পাবো না, ভোট দিতে যাবো না”- বলেই স্লোগান তোলেন সেখানে উপস্থিত ভোট কর্মীরা। যদিও এই আন্দোলন শুরু করার পর তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেন ওই ট্রেনিংয়ে। সব মিলিয়ে সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট করতে যাওয়াও যে নিরাপদ নয়- তাদের স্লোগানেই তা স্পষ্ট ভাবে বুঝিয়ে দেয় তারা।